Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

চট্টগ্রামে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চালকসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১০:০৩ পিএম


চট্টগ্রামে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, চালকসহ আহত ২০

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কর্ণফুলী ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের (শান্টিং ইঞ্জিন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলাম (৫৪), সহকারী চালক মো. সজিব (৩৫) ও কর্ণফুলী এক্সপ্রেসের চালক মোহাম্মদ আলী (৪২)। এদের মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কর্ণফুলী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় অন্য একটি ট্রেনের ইঞ্জিন শান্টিং করছিল। এ সময় কর্ণফুলী ট্রেনটির সঙ্গে ওই ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়েছে কি না এখনও জানা যায়নি।

এইচআর

Link copied!