Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

রেলওয়ে পূর্বাঞ্চল: টেন্ডার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৭:৫০ পিএম


রেলওয়ে পূর্বাঞ্চল: টেন্ডার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি এফএএন্ডসিএও’র আউটসোর্সিংয়ে টেন্ডার দাখিল করার নিয়মিত সময় ছিল সোমবার (১২ ফেব্রুয়ারি)। ঠিকাদার টেন্ডার দাখিল করতে গেলে রেলওয়ে অর্থ ও ক্রয় এর হিসাব রক্ষক শেখ জামাল আহমেদের লোকজন টেন্ডার দাখিলকারীদের অন্যত্র নিয়ে যায় এবং তাদের কাগজপত্রসহ জামানত ছিনিয়ে নেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কারাবি কর্পোরেশন, আর এস কর্পোরেশন, এস এ কর্পোরেশন ও তারিকুল ইসলাম তালুকদার প্রোপাইটার মেসার্স মর্ডান টেডার্স এ অভিযোগ তুলেছেন। এ নিয়ে এফএএন্ডসিএও বরাবরে লিখিত অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

শেখ জামাল আহমেদ দৈনিক আমার সংবাদকে বলেন, সকল অভিযোগ মিথ্যা ও কাল্পনিক। নিজে অফিসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ দেখলে আসল ঘটনা বেরিয়ে আসবে। অভিযোগকারীদের মধ্যে একটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো তাঁর অপরিচিত।

 তিনি আরও বলেন, তার বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন। সোমবার ছিল টেন্ডার খোলা ও দাখিলের সময়। টেন্ডার ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিআরবিতে একপ্রকার অস্থিরতা বিরাজ করছে। টেন্ডার দাখিল করতে না পারা ঠিকাদার ফের টেন্ডারের আহ্বান জানান।

এআরএস

Link copied!