Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ফেনীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০১:৪৯ পিএম


ফেনীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

ফেনীতে গ্যাস নেওয়ার সময় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

সোমবার সদর উপজেলার দেবীপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম (৩০) ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। সে স্থানীয় ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত মো. জাহিদ আলম (২৭) ক্ষতিগ্রস্ত
সিএনজিচালিত অটোরিকশাটির চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশাচালক জাহিদ আলম (২৭) দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য যান। সিএনজিচালিত অটোরিকশাটির সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে গ্যাস ঢোকানোর কাজে নিয়োজিত ফিলিং স্টেশনটির কর্মচারী সাইদুল ইসলামের শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা চালক জাহিদ আলমও আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!