Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

রাজবাড়ীতে দুদকের মামলায় ভুয়া চিকিৎসক কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:২৯ পিএম


রাজবাড়ীতে দুদকের মামলায় ভুয়া চিকিৎসক কারাগারে

রাজবাড়ীতে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত প্রতারণার মামলায় মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে মো. রাকিব হাসান শুভ নামে এক ভুয়া চিকিৎসককে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনারা গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সৌরভ দাস বাদী হয়ে ২০২১ সালের ১৬ জুন মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে মো. রাকিব হাসান শুভর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন এবং এইচএসসি পাশের ভুয়া, জাল সনদ তৈরি করে চাকরিতে যোগদান করে বেতন-ভাতা বাবদ সরকারি অংশের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।

রাজবাড়ী দুদকের পিপি অ্যাডভোকেট বিজন কুমার বোস বলেন, হাবিবুর রহমান বাবুল ওরফে রাকিব হাসান শুভ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়ায় তাকে ২ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

মঙ্গলবার ধার্য তারিখে তাকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইএইচ

Link copied!