Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

বিএনপি নেতা চাঁদের জামিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৪, ০৪:৪৫ পিএম


বিএনপি নেতা চাঁদের জামিন

বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন নাটোর আদালত। ১৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম আসামি আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে (২২ মে) সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান  বাদী হয়ে সদর থানায় ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, গত ২০২৩ সালের ২৪ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বাদীপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন।

ওই সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’

পরে রোববার (২১ মে) রাতে আবু সাঈদ চাঁদকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। এরপর নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে (২২ মে) রাতে নাটোর সদর থানায় আরেকটি মামলা দায়ের করেন।

আরএস

Link copied!