Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

বাউফলে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ২

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৭:০৫ পিএম


বাউফলে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ২

পটুয়াখালীর বাউফলে এক নারীকে ধর্ষণের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

রোববার বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদেরকে আটক করে।

জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষণ করে। এ সময় আপত্তিকর অবস্থার ওই নারীর ছবি তারা মোবাইলে ধারণ করে। এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চায়। পরে ওই নারী এতে রাজি না হওয়ায় আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।

এ ঘটনায় ওই নারী বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

বাউফল থানার ওসি শোণিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!