Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

রাজবাড়ীতে মাদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ০৬:৩৪ পিএম


রাজবাড়ীতে মাদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. আহাদ শেখকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১। 

সে রাজবাড়ি সদর উপজেলার নিজাতপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। এসময় অপর আসামি রাজবাড়ি সদর উপজেলার শ্রীপুর গ্রামের আক্তারুলের ছেলে মো. ইকবাল হোসেনকে খালাস দিয়েছে। রায়ের সময় কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. আহাদ শেখ অনুউপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ বিচারক অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাব-৮, ২নং কোম্পানি ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ২০১৪ সালের ২৮ মার্চ রাজবাড়ি সদর উপজেলার সিংগা গ্রামের একটি আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে দুইজন ব্যক্তি তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মো. আহাদ শেখকে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করলেও আসামি মো. ইকবাল হোসেন পালিয়ে যায়। এ ব্যাপারে রাজবাড়ি সদর থানায় ২০১৪ সালের ২৯ মার্চ মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ অতিরিক্ত পি.পি মো. আবু বকর মিয়া বলেন, আসামি মো. আহাদ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর আসামি মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। আসামি মো. আহাদ শেখ রায়ের সময় পলাতক ছিল।

এআরএস

Link copied!