Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ঈশ্বরদীতে ১৭ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৩:১৮ পিএম


ঈশ্বরদীতে ১৭ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

দীর্ঘদিনের ব্যবসায়িক সফরে যাতায়াতের নির্ভরযোগ্য পরিবহন হিসেবে শ্যামলী বাসে আস্থা রেখে সর্বস্ব খুইয়েছেন জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ী।

মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার সহযোগী জসীম উদ্দীনকে পাবনা গাছপাড়া এলাকার একটি তেল পাম্পের কাছ থেকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার খালাইচ্যারবাড়ি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে এবং তার সহযোগী জসিমউদ্দীন একই থানার মিনজিরীতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে পাবনা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, মঙ্গলবার সকালে বাসের সুপারভাইজার আমাদের অচেতন অবস্থায় পাবনার গাছপাড়ায় শাকিল নামে এক পরিচিতজনের কাছে হস্তান্তর করে চলে যায়। তবে আমার কাছে থাকার নগদ ১৭ লাখ ৮০ হাজার টাকা বুঝিয়ে দেননি সুপারভাইজার।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাসে সুপারভাইজার ডাকা হয়েছিল। পুলিশের একটি স্পেশাল ব্রাঞ্চ বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

ইএইচ

Link copied!