Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

কুড়িগ্রামে পুলিশ সদস্যদের সন্তানদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৭:৩৩ পিএম


কুড়িগ্রামে পুলিশ সদস্যদের সন্তানদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

কুড়িগ্রামে আইজিপির পক্ষ থেকে পুলিশ সদস্যদের সন্তানদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ এর আওতায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত যেসকল পুলিশ সদস্যের মেধাবী সন্তান বিগত ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে এবং মেধার স্বাক্ষর রেখেছে তাদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।  

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম।

এসএসসি পরীক্ষায় ৮ জন ও এইচএসসি পরীক্ষায় ৫ জনসহ মোট ১৩ জন মেধাবী সন্তানকে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পুলিশ জানায়, মেধাবৃত্তি তালিকায় এসএসসি পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত সকল বিষয়ে A+ অর্জন করেছে- কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র মো. মামুনুর রশিদের কন্যা মাহবুবা রশিদ, পুলিশ পরিদর্শক নিরস্ত্র প্রদীপ কুমার রায়ের কন্যা হিমাদ্রী নন্দিনী রায়, এসআই (নিরস্ত্র) মো. মিন্টু মিয়ার কন্যা মোছা. মারজিয়া তাসনিম, নারী এসআই (নিরস্ত্র) মোছা. মর্জিনা বেগমের কন্যা মোছা. আরিফা জান্নাত আরশি, এএসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলামের পুত্র মো. আল ইমরান হোসেন শুভ, এএসআই (সশস্ত্র) দীপক চন্দ্র বর্মনের পুত্র পার্থ দেব বর্মন, নায়েক কালিদাস চন্দ্র রায়ের কন্যা অর্পিতা রায়, কনস্টেবল মো. মোস্তফা জামালের কন্যা মমতাজ আক্তার মিম।

এছাড়াও ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদ হোসেনের পুত্র মো. ফারহাদ বিন ফরিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আমিরুজ্জামানের কন্যা অর্পিতা জামান, এসআই (নিরস্ত্র) মো. নওশাদ আলীর পুত্র মো. তাকিব আলী, কনস্টেবল মো. ময়নাল হকের পুত্র মো. মেহেদী হাসান আলিফ এবং কনস্টেবল মো. সাইদুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম তুবা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেনসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!