Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ট্রাক আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:১২ পিএম


হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ট্রাক আটক

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করা বিপুল পরিমাণ কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।

শনিবার ভোর ৪টার দিকে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।

তবে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাকচালক ও সহকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে কাঠ পাচার করা হচ্ছে, তাই আমরা হাটহাজারী চেকপোস্টে অবস্থান করি। বিষয়টি টের পেয়ে কাঠ বোঝাই ট্রাকটি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে সিকদার পাড়া মসজিদের সামনে থেকে আটক করতে সক্ষম হয়।

কিন্তু ট্রাক রেখে চালক ও সহকারীরা পালিয়ে যায়। এটা এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিমাপ করা হচ্ছে কাঠ গুলো। তবে ট্রাকে আনুমানিক ২০০ ঘনফুট গামারি গাছের গোল টুকরো রয়েছে যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকার অধিক হবে।

অভিযানে হাটহাজারী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আজমুল ও বনবিভাগের কর্মচারী এবং স্থানীয়রা সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!