Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৫:০২ পিএম


মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ

ঝিনাইদহে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের ৪টি মহিষ। রোববার সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গেল রাতে সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলীর গোয়াল ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের ৪টি মহিষ। দগ্ধ হয় আরও একটি গরু। এতে কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সকালে বাড়ির পাশে ৪টি মহিষ মাটি চাপা দেওয়া হয়। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, আমরা ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় না করতে পারলেও ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বলেন, আগুনের কৃষক হোসেন আলীর অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।

ইএইচ

Link copied!