Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

কুড়িগ্রামে মাত্র ৮ টাকায় শাড়ি-লুঙ্গি বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৪, ০৫:২৫ পিএম


কুড়িগ্রামে মাত্র ৮ টাকায় শাড়ি-লুঙ্গি বিক্রি

কুড়িগ্রামে স্বল্প আয়ের মানুষ ও অসহায় বৃদ্ধ মা বাবার কাছে ৮ টাকায়  শাড়ি লুঙ্গি বিক্রি করেছে ফাইট আনটিল লাইট (ফুল)।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কুমোরপুর দাখিল উলুম মাদরাসা মাঠে নামমাত্র মূল্যে শতাধিক দুঃস্থ অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ শাড়ি লুঙ্গির হাটের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ভ্রাম্যমাণ এ হাটে ৮ টাকা দরে একটি শাড়ি, একটি লুঙ্গি এবং ২ টাকায় একটি ব্লাউজের পিস বিক্রি করা হয়।

শাড়ি লুঙ্গির হাটে বিক্রির সময় উপস্থিত ছিলেন, ভোগডাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শফি খান, ইউপি সদস্য হামিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আতাউর রহমান ও স্বাস্থ্যকর্মী লেলিন প্রমুখ।

ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ফুল সংগঠনটি  দীর্ঘদিন ধরে জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় বাবা মাকে নিয়ে কাজ করে আসছে। তাদের এ উদ্যোগকে  সাধুবাদ জানাই।

ফাইট আনটিল লাইট ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চল মানুষের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে। আজ অসহায় বাবা মায়ের কাছে  মাত্র ৮ টাকার বিনিময়ে শাড়ি লুঙ্গি বিক্রি করার ব্যবস্থা করছি।

ইএইচ

Link copied!