Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪,

ফেনীতে তাপদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

এপ্রিল ৩০, ২০২৪, ০৮:২৯ পিএম


ফেনীতে তাপদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ফেনীতে গরমে বিদ্যালয়ের শেণিকক্ষে অসুস্থ আবদুল আজিম (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে তাকে জেলার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে  ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসুস্থ ওই শিক্ষার্থী  উপজেলার মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।

করিম উল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বশির জানান, কয়েক দিন আগে থেকেই দেশে তাপপ্রবাহ শুরু হলে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়। এখন সকাল আটটায় ক্লাস শুরু হয়। বেলা সাড়ে ১০টার দিকে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয় আজিম। এ সময় শিক্ষকেরা মিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ শিক্ষার্থী আবদুল আজিমকে হাসপাতালে শারীরিক পরীক্ষা করে হিটস্ট্রোকের লক্ষণ দেখে ভর্তি করে নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তার অবস্থা উন্নতির দিকে আছে।

 

বিআরইউ

Link copied!