community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪,

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইটভাটা মালিক নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৮:৩২ পিএম


মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইটভাটা মালিক নিহত

ইটের ভাটা থেকে মোটরসাইকেলে করে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী এনামুল মিয়া (৬৫) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহেশপুর—জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে।

এলাকাবাসী জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি আসার পথে ইটের ভাটার সামনের সড়কে উঠার সময় পিছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এনামুল মিয়ার মোটরসাইকেলে ধাক্কা মারে। এ সময় তিনি রাস্তায় পরে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোনো অভিযোগ না থাকায় এনামুল মিয়ার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!