Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

গরম চা দিয়ে চা দোকানীকে ঝলসে দিল তরুণী

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ০১:৩৯ পিএম


গরম চা দিয়ে চা দোকানীকে ঝলসে দিল তরুণী

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড এর তালটিয়া এলাকায় নূর হোসেন নামের এক চা দোকানী কে গরম চা ছুড়ে মেরে ঝলসে দিয়েছে উর্মি ২৪ নামে এক তরুনী, ভিকটিম ও অভিযুক্ত সম্পর্কে নানা ও নাতনি বলে জানিয়েছে এলাকাবাসী , 

আজ বুধবার সকালে ঘটনার পর পর ই  গুরুতর আহত চা দোকানী নূর হোসেন (৫৫) কে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিকটিম এর ছেলে সাজু, 

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ ভোর ৬ টায়  অভিযুক্ত উর্মি তার বাচ্চার জন্য চা আনতে তার নানা নূর হোসেন এর চা দোকানে  যান, 

এ সময়  পারিবারিক জায়গা জমি নিয়ে পূর্ব  কলহের জেরে নূর হোসেন উর্মিকে তার দোকানে আসতে না করার পর পর ই, উর্মির হাতে থাকা ৫০ টাকার এক মগ গরম চা নূর হোসেনের বুকে ছুড়ে মারে, 

এ সময় দোকান থেকে লাফিয়ে মাটিতে লুটিয়ে পরে নূর হোসেন, পরে তাকে উদ্ধার করে দোকানে থাকা এলাকাবাসী ও লোকজন, 

এ বিষয়ে অভিযুক্ত উর্মি সাংবাদিকদের জানায়, অনেক দিন যাবৎ পারিবারিক জায়গা জমি নিয়ে নানার সাথে জগড়া বিবাদ চলে আসছিল  তার বাবা মোকলেসের প্রায় প্রায়ই ভিকটিম নূর হোসেন তার বাড়িতে তালা জুলিয়ে দিতেন , আজ সকালে যখন তার নানা দোনাকে যেতে না করেন তখন রাগ সামলাতে না পেরে ও পূর্বের ঘটনা  জেরে গরম চা ছুড়ে মারতে বাধ্য হই, ঘটনা যে  এমন হয়ে যাবে তা ভাবতে পারি নি।

এ বিষয়ে ভিকটিমের ছেলে সাজু আমাদের ফোনে  জানায়, বাবার চিকিৎসা চলমান আছে, বাবার চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করব।

বিআরইউ

Link copied!