Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় বিদেশি মদসহ গ্রেপ্তার দুই

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৫:৫৫ পিএম


মাটিরাঙ্গায় বিদেশি মদসহ গ্রেপ্তার দুই

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে উথোইচিং মারমা (২৭) ও মংচেপ্রু মারমাকে (২৭) বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্যাঙমারাস্থ আর্য মার্গ বনবিহারের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উথোইচিং মারমা (২৭) ও মংচেপ্রু মারমার (২৭) কাছ থেকে ১৮ বোতল বিভিন্ন প্রকার বিদেশি মদ উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!