ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বৃষ্টিতে ব্যাঙের নাচন আর হাঁকডাকে দেখা মিলেছে প্রকৃতির আবহমান রূপ

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ০২:২৬ পিএম

বৃষ্টিতে ব্যাঙের নাচন আর হাঁকডাকে দেখা মিলেছে প্রকৃতির আবহমান রূপ

এমন চিত্র আগে নিয়মিত দেখা গেলেও বর্তমানে তা নেই বললেই চলে যেখানে ব্যাঙই ঠিকমতো দেখা যায় না। বর্ষার বার্তা জানান দিয়ে শুরু হয়েছে বৃষ্টি এতেই অনেক দিন পর রঙিন ব্যাঙের নাচন আর ডাকাডাকিতে প্রকৃতির আবহমান রূপের দেখা মিলেছে গাজীপুরে।

গাজীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির নতুন পানি পেয়ে শুরু হয়েছে ব্যাঙের এই হাঁকডাক আর নাচন।

গাজীপুর মহানগরীর জোন-২ পূবাইল এলাকা ঘুরে দেখা গেছে, ফাঁকা জায়গা খেলার মাঠ বাড়ির আঙিনায় বৃষ্টিতে জমে থাকা পানিতে জড়ো হয়েছে অসংখ্য রঙিন ব্যাঙ। অল্প জায়গায় ব্যাঙেরা গ্যাঙর-গ্যাঙ শব্দে মুখরিত করে তোলে। তাদের এই বিচরণ মুগ্ধ করেছেন প্রকৃতি প্রেমীদের। অনেকে অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দৃশ্যের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন।

পূবাইল মাঝখান এলাকার আজমেরী নাহার তামান্না তার অনুভূতি জানিয়ে আমার সংবাদকে বলেন, সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালা খুলতেই দেখি এমন চিত্র যা আমি আগে কখনো দেখিনি। হঠাৎ বৃষ্টির পর কোথা থেকে এতো রঙিন ব্যাঙ এসেছে তাই ভাবছিলাম আর হাতে ফোন নিয়ে এমন চিত্র ক্যামেরা বন্দী করি। তবে ব্যাঙগুলো দেখতে ভালো লাগছিল। পানিতে খেলা করছে, লাফিয়ে বেড়াচ্ছে, এসব দেখতে অনেক ভালো লাগছিল।

নারায়ণকুল গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ভোর রাত থেকে থেমে থেমে বৃষ্টি পরছিল। সকালে বাড়ির পাশে থাকা খেলার মাঠে দেখি অনেকগুলো ব্যাঙ গ্যাঙর-গ্যাঙ শব্দে ছুটে বেড়াচ্ছে পুরো মাঠজুড়ে। অনেক বছর দেখা হয়নি এমন চিত্র, সচরাচর এখন আর রঙিন ব্যাঙ দেখা যায় না। এমন চিত্র দারুণভাবে উপভোগ করেছি।

জানা যায়, ব্যাঙের প্রজনন মৌসুম বৃষ্টির সময়। রঙিন ব্যাঙগুলোর নাম সোনা ব্যাঙ। হলুদ রঙের ব্যাঙগুলো পুরুষ আর সবুজ রঙের ব্যাঙগুলো মেয়ে ব্যাঙ। মূলত পুরুষ ব্যাঙগুলোই ডাকাডাকি করে।

ইএইচ

Link copied!