ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার ৪

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৩:২৯ পিএম

আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার ৪

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ডিইপিজেড এলাকা ও বুধবার বিকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার বাসিন্দা তানভির হোসেন সিফাত (২৮), গাজীপুর জেলার বাসিন্দা ইলিয়াছ হোসেন ইমরান (৩৮) ও রাব্বি হাসান রাতুল (২০) এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা সুন্নত আলী (৩৯)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বি হাসান রাতুলের বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে আশুলিয়া থানাধীন ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ফেনসিডিলসহ ইলিয়াছ হোসেন, সুন্নত আলী ও রাব্বি হাসান নামে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তানভির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!