Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন

মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর ‘হ্যাট্রিক’ জয়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ০৭:৪৮ পিএম


মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর ‘হ্যাট্রিক’ জয়

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে রবিবার (৯ জুন) কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ পিরিচ) ২৪ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এইবার নিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে ‘হ্যাটট্রিক’ করার রেকর্ড গড়েছেন তিনি।

রবিবার (৯ জুন) উপজেলার ৪৩ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ দিন রাত ১০টা ১৫ মিনিটে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ পিরিচ) ২৪ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল সিকদার (ঘোড়া) পেয়েছেন ২০ হাজার ৮৯২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে গাজী ওমর ফারুক শাওন (মাইক) ১৬ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ) পেয়েছেন ১৫ হাজার ৬৮৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. হাচিনা বেগম (হাঁস) ২৭ হাজার ৬৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ৩য় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা (কলস) পেয়েছেন ১৭ হাজার ৯১২ ভোট। এইবার নিয়ে টানা তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে ‘হ্যাট্রিক’ করার রেকর্ড গড়েছেন মোসা. হাচিনা বেগম। 

আরএস

Link copied!