ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বন্যার্তদের পাশে দাঁড়াতে ফেনীর পথে শরীয়তপুরের যুবকেরা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:

আগস্ট ২৩, ২০২৪, ১২:১৩ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াতে ফেনীর পথে শরীয়তপুরের যুবকেরা

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় একটি স্পিডবোট ও ত্রাণসামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে শরীয়তপুরের একদল উদ্যমী যুবক।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম আহসান হাবীব।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন তারা।

জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় ডুবেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। এরমধ্যে ফেনী জেলার অবস্থা খুবই ভয়াবহ। যেখানে বন্যার পানিতে আটকা পড়েছে অসংখ্য লোকজন। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকরা।

ফেনী জেলার এ সকল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন শরীয়তপুরের বেশ কিছু শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা বন্যার্তদের সহযোগিতায় অর্থ সংগ্রহ করার জন্য ফান্ড গঠন করেন। পরে জেলা পানি উন্নয়ন বোর্ডের সহায়তা নিয়ে একটি স্পিডবোট ঠিক করে অন্তত ১০ জন স্বেচ্ছাসেবী ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। এ ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ বিভিন্ন জরুরি সামগ্রী স্পিডবোটে করে ফেনীর বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানায় তারা।

স্বেচ্ছাসেবী মোহাম্মদ তুষার বলেন, ফেনীর বন্যাদুর্গত মানুষের অবস্থা খুবই শোচনীয়। তাদের এই অবস্থায় আমরা মানুষ হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তাই তাদের সাহায্যে শরীয়তপুর থেকে ত্রাণসামগ্রী ও একটি স্পিডবোট নিয়ে রওনা হয়েছি। আমাদের এই ছোট প্রচেষ্টায় তাদের কষ্ট যদি কিছুটা কমে আসে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। সবাই একসঙ্গে চেষ্টা করলে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

সালমান রহমান সিয়াম নামের এক শিক্ষার্থী বলেন, মূলত মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা জেলার মানুষের সহযোগিতায় অর্থ সংগ্রহ করে সেই অর্থ সামগ্রী নিয়ে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি। কিছুটা হলেও তাদের সহায়তা করতে পারব বলে মনে করি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম আহসান হাবীব বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসার যোগ্য। তারুণ্যের এই শক্তিকে ব্যবহার করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের এই প্রচেষ্টা বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে আশা করছি। তাদের সহমর্মিতা এবং দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক। 

বিআরইউ

Link copied!