Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ০৩:৪৩ পিএম


কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন (২৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাজপুর সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি থেকে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে মাদকসহ আটক করা হয়।

আটক ইমন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

নায়েক সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমন তার বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!