Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

বাংলাদেশ খেলাফত মজলিশ জামালপুর জেলা শাখার গণসমাবেশ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৪৪ পিএম


বাংলাদেশ খেলাফত মজলিশ জামালপুর জেলা শাখার গণসমাবেশ

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফত মজলিশ জামালপুর জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিংহজানী বহমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিশ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানত জালালীসহ বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খান।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!