Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:১২ পিএম


টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন স্মারকলিপি দিয়েছে  পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এতে বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মো. আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশে ৯ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবি জানাই।

পরে তারা দুই দফার দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করেন।

তাদের দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী সমিতিকে একত্রীকরণ এবং সমিতির সকল চুক্তিভিক্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ।

এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দে তারা।

ইএইচ

Link copied!