Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

কালিয়াকৈরে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:৩৫ পিএম


কালিয়াকৈরে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে এক পার্কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন।

সোমবার সকালে উপজেলার বান্দাবাড়ি এলাকায় ঢাকা রিসোর্ট পার্কের মেন ফটকের সামনে  আঞ্চলিক সড়কে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন করে।

ভুক্তভোগী পরিবার জানান, রুপবানু নামে এক অসহায় গৃহবধ  ১৭ বছর আগে ৫৫ শতাংশ জমি ক্রয় করে। পরে ঘরবাড়ি নির্মাণ করে স্বামী, সন্তান নিয়ে বসবাস করে আসছে। ২০০৪ সালে ওই রিসোর্টে মালিক অসহায় পরিবারকে মারধর করে উচ্ছেদ করে।

এ নিয়ে ভুক্তভোগী পরিবার একাধিকবার গ্রাম্য সালিশ হলেও মালিক পক্ষে কোনো কর্ণপাত করেনি। নিরুপায় হয়ে অসহায় পরিবার সরকারি জমিতে বসবাস করছেন।জমি ফিরিয়ে পেতে সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগী পরিবার।

এ সময় বক্তব্য রাখেন মতিউর রহমান ,ভুক্তভোগী রুপবান ,হালিম শিকদার ,লিটন সিকদার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

আরএস

Link copied!