Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪,

ফেনীতে ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৭:২১ পিএম


ফেনীতে ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত ৬ মামলার এজহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ফেনী মডেল থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সম্রাট ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এর আগে, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সম্রাট জেলার মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাযজ্ঞের ঘটনায় ফেনী মডেল থানায় দায়েরকরা ৬টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

ইএইচ

Link copied!