ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ফেনীতে আদালতের পেশকার-পিয়নের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগে মামলা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৪৮ পিএম

ফেনীতে আদালতের পেশকার-পিয়নের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগে মামলা

ফেনীর সহকারি জজ আদালতের পেশকার সাইফ উদ্দিন ও পিয়ন কামাল উদ্দিনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগে মামলা হয়েছে। জেলার দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা এএসএম নুর নবী দুলাল বাদি হয়ে সম্প্রতি ফেনী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

এজাহারে মামলার বাদী উল্লেখ করেন, “সাইফ ও কামাল সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবত কোর্টের ভিতরে ঘুষ, দুর্নীতি ও নানা অপকর্মের মাধ্যমে বিচারপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এদু‍‍`জনের দৌরাত্ম্য এমনপর্যায়ে এসে পৌঁছেছে যে, উকিল-মুহুরী পর্যন্ত তাদের সামনে অসহায় বলে মনে হয়। তারা এজলাসের ভিতবে প্রকাশ্যে ঘুষ গ্রহন করে এবং বিচার প্রার্থীদের হুমকি দিয়ে টাকা আদার করে।

সহকারী জজ আদালত পরশুরামের ৩৮/১৪নং দেওয়ানী মামলার ৫নং বিবাদী হওয়ায় গত ২ বছর যাবৎ বিভিন্ন তারিখে প্রতিপক্ষের উকিল তাঁকে জেরা করে আসছিলেন। প্রত্যেক তারিখেই জেরা শেষে বিবাদীর স্বাক্ষর দেওয়ার সময় পেশকার-পিয়নকে ঘুষ দিতে হয়।

বিনাকারণে হলেও এটা অনেকটা ব্যধ্যতামূলক হওয়ায় তাঁকে প্রায় ২ বছর যাবৎ অসহায়ের মতো অনেকটা জিম্মি অবস্থায় এভাবে টাকা দিয়ে আসতে হয়েছে।

বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সমগ্র জাতি যখন ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তখনও কোর্টের এই পেশকার-পিয়নরা দোর্দন্ড প্রতাপে তাদের ঘুষ-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর ৩৮/১৪ নং মামলার জেরা শেষে আমার স্বাক্ষর দেওয়ার পর ২নং আসামী সাইফুর উদ্দিনের নির্দেশে ১নং আসামী কামাল উদ্দিন আমার নিকট টাকা দাবি করলে আমি টাকা দিতে অস্বীকার করি এবং টাকা কেন দিতে হবে কারণ জানতে চাই।

এতে ১নং আসামী আমাকে সন্ত্রাসী কায়দায় বলেন, যতদিন মামলা চলবে ততদিন টাকা দিতে হবে। আামি তার কথার প্রতিবাদ করি এবং শেষ পর্যন্তও টাকা প্রদানে অস্বীকার করি। এই সময় ১ ও ২নং স্বাক্ষীসহ সেখানে অন্যান্য উকিল ও মক্কেলগন উপস্থিত ছিলেন।

এছাড়া মামলার এজাহারে প্রকাশ্য আদালতে ঘুষ দাবি করার ঘটনায় যথাযথ তদন্তপূর্বক বিচার দাবী করেন মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল।

আরএস

Link copied!