Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

উলিপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৮:২৬ পিএম


উলিপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ঢাকাসহ সারা দেশে ২৬জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাও. আব্দুল মতিন ফারুকি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. মশিউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি মাও. নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাজালাল সবুজ, মাও. আব্দুল হামিদ মিয়া, প্রচার সম্পাদক মো. আব্দুর রফিক।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাড. ইয়াসিন আলী সরকার, ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান সরকার, কুড়িগ্রাম সদর থানা আমির মাও. আব্দুস সবুর, জামায়াতে ইসলামী উলিপুর পৌর শাখার আমির মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনুল হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!