Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৫০ পিএম


আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুন বাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, স্থানীয় আধিপত্য নিয়ে প্রতিক্ষরা দুজনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ইএইচ

Link copied!