Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪,

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৪:৪১ পিএম


কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে বটতল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার পূর্বমাইজী এলাকার কাসেম মিয়ার ছেলে মো. সায়েম মিয়া (১৮) ও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ছাত্র অমিত সূত্রধর।

আহতরা হলেন জান্নাতুল (১১), শওকত দেব (১৭), আরেক জনের নাম ও পরিচয় জানা যায়নি

তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!