Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

সরাইলে এক দিনে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার

সরাইল প্রতিনিধি

সরাইল প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৪, ১১:০৮ পিএম


সরাইলে এক দিনে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক দিনে ৪ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীসহ ৪ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মতর আলী (৭৭) ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জোহেরা খাতুন (৭৬)।

দুজনের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত সাতদিন আগে তাদের প্রতিবেশীদের সাথে একটি মারামারি হয়ে আহত হয়েছিল, কোন হাসপাতালে চিকিৎসা নেইনি।

আরও দুজন হলেন, কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মৃত রন্জিত শুক্ল দাসের ছেলের অজয় শুক্ল দাস (৪২) ও শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

ইএইচ

Link copied!