ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় বিক্রি, মুক্তিপণ দিয়েও মিলেনি মুক্তি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৪:২২ পিএম

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় বিক্রি, মুক্তিপণ দিয়েও মিলেনি মুক্তি

কথা ছিল পাড়ি দিবে ইতালি। তবে দালালের খপ্পরে পড়ে মাঝপথে পড়েছেন মাফিয়াদের কবলে। ইমোতে পরিবারকে পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও।

দফায় দফায় প্রায় ২৭ লাখ টাকা দিলেও আরও চাওয়া হচ্ছে মুক্তিপণ। এতেই ঋণে জর্জরিত হয়ে প্রায় নিঃস্ব পরিবার।

শরীয়তপুরের জাজিরায় রফিক মোল্লা (২৫) নামের এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে জিম্মি করে দালাল চক্র। সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে তার পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাতেও মুক্তি মেলেনি রফিকের।

ভুক্তভোগী রফিক মোল্লা উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবান্দি মাদবর কান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে। মুক্তিপণের টাকা দিতে গিয়ে ভিটেমাটি বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব। ছেলেকে ফিরে পেতে দিশেহারা আইয়ুব আলী নানা জনের দ্বারে দ্বারে ঘুরছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাচ্চু মাতুব্বর কান্দি এলাকার জসিম মাতুব্বর ৫ লাখ টাকা নেন। সে অনুযায়ী গত আগস্টে রফিককে লিবিয়া পাঠানো হয়। সেখানে তাকে রিসিভ করেন শফিক ও সালাম নামের দুজন। এ সময় নির্যাতন চালিয়ে দালাল চক্র জসিমের মাধ্যমে রফিকের পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দালাল জসিম মাতুব্বর ও তার সঙ্গীরা রফিককে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। মাফিয়ারা রফিককে একমাস ধরে জিম্মি করে নির্যাতন চালাচ্ছে। এখন তার পরিবারের কাছে আরও ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

মুক্তিপণের জন্য মাফিয়া চক্র ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য রফিকের পরিবারকে দেখায়। তাতে দিশেহারা হয়ে পড়েছে রফিকের পরিবার। নিরুপায় হয়ে রফিকের বাবা আইয়ুব আলী মোল্লা ছেলেকে ফিরে পেতে ইতিমধ্যে জাজিরা থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

এ নিয়ে কথা হয় রফিক মোল্লার বাবা আইয়ুব আলী মোল্লার সাথে।

বলেন, ‘জসিম মাতুব্বর আমার ছেলেকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখায়। একসময় আমি রাজি হই। গত আগস্টে জসিমকে ৫ লাখ টাকা দিয়ে ছেলেকে লিবিয়া পাঠাই। কিছুদিন পর জসিম বলে, লিবিয়া থেকে ইতালি পাঠাতে আরও ৮ লাখ টাকা দিতে হবে। আমি তাকে ৮ লাখ টাকা দেই। এরপর আমার ছেলেকে ইতালি না পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। মাফিয়ারা আমার ছেলেকে আটকে রেখে নির্যাতন করেছে। নির্যাতনের ভিডিও আমাদের কাছে পাঠায়। এমন দৃশ্য সহ্য করার মতো না। মাফিয়াদের কাছ থেকে ছেলেকে মুক্ত করতে বসতভিটা বিক্রি করে, এনজিও থেকে ঋণ নিয়ে জসিমের মাধ্যমে আরও ১৪ লাখ টাকা দিয়েছি। এখন আবার মাফিয়ারা ৬ লাখ টাকা দাবি করছে। মোট ২৭ লাখ টাকা দিয়ে আমি এখন পথের ফকির হয়ে গেছি। এখন আবার ৬ লাখ টাকা আমি কোথায় পাব। আমি আমার ছেলেকে চাই।

এ সময় এ রফিকের পরিবার দালাল জসিমকে বিভিন্ন সময় টাকা দেওয়ার প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও দেখান। ছবিতে দেখা যায়, আইয়ুব আলী মোল্লার কাছ থেকে টাকার বান্ডিল গ্রহণ করছেন জসিম মাতুব্বর।

তবে জসিম মাতুব্বর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রফিককে বিদেশ পাঠাইনি। তবে আমার কাছে রফিক মিয়ার বাবা আইয়ুব আলী মোল্লা টাকা জমা রেখেছিলেন। কারণ তিনি আমার দোকান থেকে মালামাল নিতেন। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি কোনো দালাল না এবং কোনো দালালের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম মৃধা বলেন, আইয়ুব আলী মোল্লা শিশুদের বিভিন্ন খেলনাপাতি গ্রামে হকারি করে বিক্রি করে সংসার চালান। ছেলেকে ইতালি পাঠাতে গিয়ে জমি, বসতভিটা সব বিক্রি করে তিনি এখন নিঃস্ব, ঋণে জর্জরিত। তার ওপর আবার ছেলের বিপদ। সব মিলিয়ে পরিবারটির করুণ অবস্থা। রফিককে দালালদের খপ্পর থেকে ফিরিয়ে আনতে আমরা সরকারের প্রতি দাবি জানাই এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কারও সঙ্গে এ ধরনের প্রতারণা করতে সাহস না পায়।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি।তবে এবিষয়ে মানব পাচার ট্রাইব্যুনাল এ মামলা করতে হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরবর্তী কোন আপডেট পেলে জানানো হবে।’

ইএইচ

Link copied!