ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

শ্রীপুরে বিষমুক্ত লাউ চাষে সফল আক্তারুজ্জামান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৬:২৩ পিএম

শ্রীপুরে বিষমুক্ত লাউ চাষে সফল আক্তারুজ্জামান

গাজীপুরের শ্রীপুরে পুকুরপাড়ে বিষমুক্ত হাইব্রিড ডায়মা লাউ চাষ করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক দম্পতি আক্তারুজ্জামান।

তিনি এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করে এলাকায় আদর্শ সবজি চাষি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

সরেজমিনে উপজেলার টেংরা গ্রামে গিয়ে দেখা গেছে, ৫ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল এক পুকুর। পুকুরপাড়ে ডায়না হাইব্রিড (লালতীর) চাষ করেছেন এক দম্পতি। গাছে গাছে শত শত লাউ ঝুলছে। তার পুকুরপাড় এখন সবুজের সমারোহ।

সফল লাউচাষি আক্তারুজ্জামান জানান, তার লাউ চাষের সাফল্য গাথা। তিনি দীর্ঘদিন থেকে গরুর খামারের পাশাপাশি নিজ জমির পুকুরপাড়ে আধুনিক পদ্ধতিতে মাচা (ঝাঙ্গি) করে লাউ চাষ করেছেন।

তিনি জানান, জমির মাচা করতে বাঁশ, তার, সুতা, সার, বীজ, কামলা বাবদ প্রায় ১ লাখ  টাকা খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত ৪ লাখ  টাকার লাউ বিক্রি করেছেন এবং আরও ১৫ লাখ টাকার লাউ বিক্রি হবে বলে আশা করছেন। লাউ শেষ হলে সেই জাংলায় শসা চাষ করবেন বলে জানিয়েছেন। তিনি লাউ গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। প্রাকৃতিক পদ্ধতিতে পোকামাকড় দমন করেন।

তিনি আরও জানান, এ কাজে তাকে তার স্ত্রী মরজিনা সার্বিক সহযোগিতা করছেন। তার পুকুরপাড়ে লাউ চাষে সাফল্য দেখে এলাকার কৃষকরা প্রতিনিয়ত তার কাছে পরামর্শ নিতে আসেন। আগে প্লাম্বারের কাজ করতেন। গত দুই বছর ধরে লাউ চাষ করেছেন। এখন তার আর তেমন কোনো অভাব নেই।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, সবজি চাষিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

তিনি জানান, বৃষ্টি বেশি হলে লাউসহ অন্যান্য সবজি ফসলের ক্ষতি হয়। এ ক্ষতি পোষানো যায় না। তাই সবজি জাতীয় ফসলের বিমা করা প্রয়োজন। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়নে সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা কারা প্রয়োজন। টেংরা গ্রামের আক্তারুজ্জামান এখন সফল সবজিচাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

ইএইচ

Link copied!