ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বেলকুচিতে আনন্দমুখর পরিবেশে বড়দিন পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৭ পিএম

বেলকুচিতে আনন্দমুখর পরিবেশে বড়দিন পালিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া চর ও তেয়াঁশিয়া গ্রামের খ্রিষ্টান ধর্মপল্লীতে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে এ অঞ্চলের খ্রিস্টধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্যদিয়ে বড়দিন পালন করেছে।

বুধবার দিনব্যাপী বেলকুচি উপজেলার আজুগড়া চরের এজি চার্চ ও দৌলতপুর ইউনিয়নের তেয়াঁশিয়ার খ্রিষ্ট ধর্মপল্লীতে গুল্টা মিশনের অধীনে প্রতি বৎসরের ন্যায় ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন করা হয়।

গুল্টা মিশনের বুদজী ফাদার কার্লো বলেন, এদিনে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য। মরিয়মের গর্ভে যখন যিশু আসে তখন মরিয়ম ভ্রমণে ছিলেন, ডেলিভারির সময় তবুও তিনি একটি গ্রামে চলে যান। সেখানে তার আত্মীয়স্বজন ছিল কিন্তু তারা বুঝতো না তাকে পরে একটি গুহায় তাকে জন্ম দেন। ঈশ্বর আসছে, মানুষের যায়গায় আসছে, রাজা আসছে কিন্তু তাকে গ্রহণ করেনি। তবে এখানে অনেক রহস্য আছে। তিনি মানুষকে পথ দেখাতে এসেছিলেন। গরিবের মাঝে জন্ম নিয়েছেন, লোভ লালসা ত্যাগ শিখতে এবং মানুষ মানুষে কীভাবে চলতে হবে। 

আজুগড়া চরের এজি চার্চের খ্রিষ্ট ধর্ম প্রচারক জন আজাহার আলী বলেন, যিশু খ্রিস্টের জন্ম হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য, আমরা তার দেখানো পথেই চলছি। আজকে যিশু খ্রিষ্টের জন্মদিন এদিনটাকেই বড় দিন হিসেবে আমরা খ্রিষ্ট ধর্মের মানুষরা পালন করে থাকি।

এদিকে বড় দিনকে ঘিরে আলোকসজ্জা, প্রার্থনা, সংগীত, ভোজের না আয়োজন করা হয়েছে খ্রিষ্টান ধর্ম পল্লীতে।

অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে তেয়াঁশিয়া ধর্ম পল্লীতে হিন্দু বৈধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা ও প্রচার সম্পাদক বিপ্লব শীলসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিতি ছিলেন।

ইএইচ

Link copied!