ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৫, ০৪:৪৫ পিএম

দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।

আহতদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ বাজারে দু’দল মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানায়, মুন্সিগঞ্জ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী রতন আলী মাদক ব্যবসার বকেয়া ৩৮ হাজার টাকা অপর শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী নিহাজ আলীর কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ১০-১২ জন মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয় মুন্সিগঞ্জ আশ্রয়ণ বিওপির বিজিবি সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে উভয় পক্ষের নিহাজ (৪৫), মুকুল (৩০), হাসাদ (২৫), মিথুন (২২ ও জুয়েল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। আহতদের মধ্যে নিহাজ, হাসাদ ও মিথুনকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তে সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪-৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইএইচ

Link copied!