ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জানুয়ারি ৬, ২০২৫, ১০:২৬ পিএম

চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

যশোরের চৌগাছা পৌর শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী সন্ত্রাসীরা তার মুক্তিপণের জন্য ২০ লাখ টাকা দাবি করেছে।

অপহরণ হওয়া ধীরেন চৌগাছা শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্সের মালিক।

অপহরণ হওয়া ধীরেনের স্ত্রী পদ্মরানী দে জানান, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। দোকানে বসতে পারে না। আজ সারাদিন বাড়িতেই ছিলেন। এখন দোকানে বড় ছেলে বসে। সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বেরিয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়িতে আসেন। পরে ছেলের বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। দোকান বন্ধ করে ছেলে বাড়ি আসলে আমি তাকে বলি তোর বাবু কই?। ছেলে আমাকে বলে বাবু তো পরে দোকানে যায়নি। তখন আমি তাকে বলি তোর বাবাকে ফোন দে। সে কল দিলে  ফোনটি বন্ধ দেখায়। আমার ছেলেকে বলি তোর বাবা খুব অসুস্থ খুঁজে বাড়িতে নিয়ে আয়। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি সন্ধ্যার পর শহরের যশোর বাসস্ট্যান্ডে এলাকা থেকে তাকে একটি সাদা রঙের মাইক্রো গাড়িতে করে কে বা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পরেই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। কোন পুলিশে খবর দিলে ফল ভালো হবে না।

ধীরেনের ছেলে উত্তম কুমার দে বলেন, আমার বাবাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। সোমবার আমাদের দোকানে হালখাতা ছিল। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো বাবাকে অপহরণ করতে পারে। তারা বাবার মোবাইল থেকে আমার নিকট ফোন করে ২০ লাখ টাকা দাবি  করেছে।  

চৌগাছা থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। চৌগাছা থানা পুলিশের ৩টি টিম কাজ করছেন।

ইএইচ

Link copied!