ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বহিষ্কৃত বিএনপি নেতার দাপটে চাষাবাদের ধান পাচ্ছে না জমির মালিক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০৩:০৬ পিএম

বহিষ্কৃত বিএনপি নেতার দাপটে চাষাবাদের ধান পাচ্ছে না জমির মালিক

পটুয়াখালীতে বহিষ্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ও ভূমিদস্যু মিলন গাজীর হাত থেকে নিজেদের জমির চাষাবাদের ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব বলেন নুর মোহাম্মদ রনি।

এ সময় তিনি বলেন, সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে বাবু খা ওয়াকফের ৪০ একর জমির মোতায়াল্লী ছিল আমার বাবা শের আলী খাঁ। কিন্তু বাবা মারা যাওয়ার পর মোতায়াল্লী হই আমি এবং আমার বোন মিসেস ডলি আক্তার। দীর্ঘদিন আদালত চলার পর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন।

হাইকোর্টের রায় পাওয়ার পরে আমাদের মোট ওয়াকফাকৃত ১০ একর জমির প্রায় ৭৯ শতাংশ জমিতে ধান রোপণ করি। পরে গত বছরের ২৯ ডিসেম্বর ওই জমির ধান কেটে আমাদের বাড়িতে এনে রাখা হয়। কিন্তু ওইদিন বিকালে স্থানীয় ভূমিদস্যু মিলন গাজী, খবির হাওলাদার, রফিক তালুকদার, মিলন হাওলাদারসহ ২৫-৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে কেটে আনা ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর হামলার পরিকল্পনা করে। তখন আমাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে পটুয়াখালী থানায় যোগাযোগ করি।

থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আমাদের ধান স্থানীয় মতলেব দফাদারের বাড়িতে হেফাজতে রাখেন। একইদিন আমাদের ধান নেয়ার জন্য মাড়াই মেশিন বাড়ির উদ্দেশ্যে আসার পথে দুলাল মাদবর ও তার লোকজন নিয়ে যায়। ৬ দিন পর পুলিশের সহযোগিতায় দুলাল মাদবরের পিএস তসলিমের বাড়ি থেকে উদ্ধার হয় মাড়াই মেশিন।

এদিকে ২৯ ডিসেম্বর সকালে মিলন গাজী তার লোকজন নিয়ে আমাদের জমির উপর দেয়া সাইনবোর্ড উঠিয়ে নিয়ে যান। পরে মীমাংসা জন্য  জেলা আইনজীবী সমিতিতে দুই পক্ষের উকিল নিয়ে বসা হলে উভয়পক্ষের আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা জমির সকল কাগজপত্র দেখে আমাদের (বাবু খা) ওয়াকফের পক্ষে রায় দেয়। এ সময় আমাদের রোপণ করা ধান আইনজীবীরা আমাদের নিতে বলেন। তবে আইনজীবীদের সেই সিদ্ধান্ত না মেনে বহিষ্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর, ভূমিদস্যু মিলন গাজীদের পক্ষ নিয়ে ধান দু’পক্ষকে অর্ধেক করে নিতে বলে চলে যান। তাছাড়া ভূমিদস্যু মিলন গাজী ও দুলাল মাতবর তাদের লোকজন দিয়ে আমাদেরকে ধান ও জমি অর্ধেক ভাগ করে নিতে বলে এবং বিভিন্ন সময় আমাদেরকে এলাকা ছাড়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে বহিষ্কৃত বিএনপি নেতা দুলার মাদবর বলেন, এনিয়ে আপনার সাথে কথা বলতে চাই না। আপনি যা পারেন তাই করেন।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক কমল জানান, দু’পক্ষের উকিল নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ধান দেয়ার কথা ছিল কিন্তু বিবাদীরা তা মানছে না। তবে খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে বসা হবে এবং যারা ধান চাষাবাদ করেছে তাদের দেয়া হবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!