ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

মধ্যনগর উন্নয়ন ভাবনায় উপজেলার কর্মশালা

অমৃতজ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ

অমৃতজ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ

জানুয়ারি ৯, ২০২৫, ০২:২৭ পিএম

মধ্যনগর উন্নয়ন ভাবনায় উপজেলার কর্মশালা

"আসুন সবাই মিলে মধ্যনগর উপজেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নেই"এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগরের উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯জানুয়ারি) দুপুরে বিপি উচ্চ বিদ্যালয় চত্বরে মধ্যনগরের উন্নয়ন ভাবনার লক্ষ্যমাত্রা ও সমস্যা নিরসনে তিনটি ভাগে তুলে ধরা হয়।এক থেকে দুই বছরের ভিতরে দ্রুত ও স্বল্পমেয়াদি,দুই থেকে পাঁচ বছর মধ্যম মেয়াদি ও পাঁচ বছরের ঊর্ধ্বে দীর্ঘ মেয়াদি আকারে লিখিত ও মৌখিক উপস্থাপন করেন।এবং উন্নয়ন ভাবনার  কর্মশালায় অংশনেন সংবাদকর্মী,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিত্ব,বৈষম্য বিরোধী ছাত্রসমাজ সহ সচেতনতা মহলের লোকজন। 

ব্যতিক্রমী কর্মশালা সার্বিক দিকনির্দেশনা ও পরিদর্শনে ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.এম বিজয় সরকার।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় দৈনিক আমার সংবাদ‍‍`কে বলেন আগামীকাল মধ্যনগরের কৃতিসন্তান বিপি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন।তাই মধ্যনগরের সময়োপযোগী সমস্যা তুলে উপস্থাপনের মধ্যমে মধ্যনগর উপজেলার উন্নয়ন করা সম্ভব।তাই সর্বমহলের লোকজনের একত্রিত মতামতের বিকল্পনেই।তাই এমন আয়োজন আশাকরি উন্নয়ন ভাবনা কর্মশালাটি উপকার বয়ে আনবে মধ্যনগরের জন্য। 

উপজেলা সদরে রাস্তার পরিচ্ছন্ন,যানবাহন গাড়ির স্ট্যান্ড স্থানান্তর,পর্যটক সুবিধায় পয়ঃনিষ্কাশন সুব্যবস্থা ও ওয়াচ টাওয়ার নির্মাণ,নিরাপদ পানি প্রকল্পের দ্রুত চারু করন, মধ্যনগর ঐতিহ্যবাহী একমাত্র পুকুর সংস্কার ও বিনোদন কেন্দ্র স্থাপন, এমবিবিএস চিকিৎসক নিয়োগ, ড্রেনেজ খনন, বিপি উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে মাটি ভরাট, উপজেলার সংশ্লিষ্ট গ্রামগুলোর রাস্তা সাবমারসিবল করণ, উপজেলার অবকাঠামো নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন,গুরুত্বপূর্ণ দপ্তর সেবা চালু, এ্যাসিল্যান্ড নিযুক্ত, হাওর অঞ্চলে বর্ষার আফালে ভাঙন কবল গ্রামগুলোতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, ফসল রক্ষা বাঁধে দেশীয় বৃক্ষ রোপণ, ভ্যাপসা পর্যাপ্ত পল্লী বিদ্যুৎ সরবরাহ, মধ্যনগর মহেশখলা সংযোগ সড়ক সংস্কার।

এসব চিত্র তুলে ধরা হয়েছে,পৃথক ভাবে অতিথিদের উপস্থাপনায়।

আরএস
 

Link copied!