ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

একটি পেয়ারা এক হাজার টাকায় বিক্রি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৫, ০৮:০৯ পিএম

একটি পেয়ারা এক হাজার টাকায় বিক্রি

কিশোরগঞ্জের ইটনায় মসজিদে দানকৃত একটি পেয়ারা উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনা টি ঘটেছে স্থানীয় একটি মসজিদে। এই নিয়ে মহল্লায় আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার ১৭ জানুয়ারি জুম্মা নামাজের পূর্বে মসজিদের সকল মুসুল্লিদের নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে দানকৃত একটি পেয়ারা উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। পেয়ারাটি কিনেছেন লাইমপাশা পশ্চিমপাড়া সরকার বাড়ির জাহাঙ্গীর সরকার।

মুসল্লিরা জানান, কয়েক সপ্তাহ ধরে মসজিদে দানকৃত ডিম, আম, পেয়ারা, হাঁস মুরগি সহ সকল জিনিসপত্র উন্মুক্ত নিলামের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি হয়। এই উন্মুক্ত নিলামে মুসল্লিরা সকলে অংশগ্রহণ করেন যা একটি উৎসবে পরিণত হয়।

মুসল্লি নূর আলম জানান, কয়েক সপ্তাহ ধরে মসজিদের দানের জিনিসপত্রের অতিরিক্ত দাম নিয়ে আলোচনা হচ্ছে। সকল মুসল্লিরা আনন্দ উল্লাসে অতিরিক্ত দামে এইসব জিনিসপত্র কিনে নেন। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে মসজিদে দান করেন আর মুসল্লিরা কিনে নেন সওয়াবের আশায়। দিনদিনই মসজিদে দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ বলেন, প্রতি সপ্তাহে দানকৃত সব কিছু নিলামের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে একটি আম ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। এই ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়েছে আবার এই সপ্তাহে একটি পেয়ারা এক হাজার টাকায় বিক্রি হয়েছে। মুসল্লিরা অতিরিক্ত দামে কেনার উদ্দেশ্য মসজিদে দান করা এবং সওয়াবের আশায়।এই টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়।

জানা গেছে, প্রতি জুম্মায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়।গত শুক্রবার একটি আম ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া এই সপ্তাহে একটি মুরগি ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

আরএস
 

Link copied!