ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফরিদগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী আহত, অপর ছিনতাইকারী গ্রেফতার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:২৬ পিএম

ফরিদগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী আহত, অপর ছিনতাইকারী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সায় যাত্রী সেজে ছিনতাই করার সময় অটোরিক্সা চালককে চুরিকাঘাত করতে গিয়ে সহযোগির পেটে আঘাত লাগে গুরুতর আহত। অপর ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চতুরা এলাকায় এ ঘটনা ঘটে। অহত ছিনতাইকারী সোহান (১৮)কে অটোরিক্সা চালকসহ স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এরপর থানা পুলিশ ছিনতাইয়ের সংবাদ শুনে ঘটনাস্থল ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপর ছিনতাইকারী জাহিদ হাসান(২২)কে গ্রেফতার করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও বৈশেরদিঘির পাড় এলাকার জাহিদ হোসেন (২২) ও আহত ব্যক্তি হলেন ছিনতাইকারী চক্রের সদস্য পশ্চিম বড়ালী এলাকার হাসানের ছেলে সোহান (১৮)।

ছিনতায়ের ঘটনার শিকার অটোরিকশা চালক একই উপজেলার উত্তর হাঁসা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে আমির হোসেন।

অটোরিক্সা চালক আমির জানান, রাত আনুমানিক ৯ টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা দুইজন আমার অটোরিকশাতে উঠে কালির বাজার যায়, সেখানে তাদের কাছ থেকে আমি ভাড়ার টাকা চাইলে বলেন, ভাড়ার টাকা বাড়িয়ে দিব, এই বলে আমাকে তারা রেখে দেয়। পরবর্তিতে রাতেই তারা আমাকে গাব্দেরগাঁও এলাকায় নিয়ে গলায় অস্ত্র ধরে আমার মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি বাঁধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন নিজের ছুরিতে নিজে আহত হয়। আমার ডাকচিৎকারে স্থানীয়রা আসলে অপরজন পালিয়ে যায়। পরে আহত ছিনতাইকারী সোহানকে আমরা হাসপাতালে নিয়ে যাই।

জানা যায়, ছিনতাইকারী জাহিদ ও সোহানদের একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক, চুরি-ছিনতায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিশা চালক নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ছিনতায়কারী চক্রের সদস্য সোহান নামে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। জাহিদ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 আরএস

Link copied!