ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

হতাশায় অভয়নগর উপজেলা কমিউনিটি ক্লিনিকের কর্মীরা, সাত মাস বেতন বন্ধ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৫, ০৬:৩১ পিএম

হতাশায় অভয়নগর উপজেলা কমিউনিটি ক্লিনিকের কর্মীরা, সাত মাস বেতন বন্ধ

যশোরের অভয়নগর উপজেলার ২৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি/স্বাস্থ্যকর্মী) বেতন-ভাতা গত সাত মাস ধরে বন্ধ রয়েছে। কবে পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে হতাশার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা। 

এদিকে উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের জটিলতায় বেতন-ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে ২৬ জন কর্মরত আছেন। তারা অসহায় গরিবের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কিন্তু ২০২৪ সালের জুলাই মাস থেকে তাদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. কামরুজ্জামান বলেন, সাত মাস ধরে বেতন-ভাতা বন্ধ। ধারদেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হচ্ছে। সমস্যা দুই দপ্তরের। তাহলে আমাদের বেতন-ভাতা দিতে সরকার কেন সমস্যা করছেন। 

সুন্দলী ইউনিয়নের আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অর্ধেন্দু বৈরাগী বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে গত সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছি না। চরম হতাশার মধ্যে রয়েছি, কারণ এই চাকরির ওপর নির্ভর করে আমার সংসার চলে। দ্রুত বেতন-ভাতা না দিলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।’

এ ব্যাপার সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের আওতায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) তাদের বেতন-ভাতা পেয়েছেন। বর্তমান সরকার উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানাস্তরের চেষ্টা করছেন। তাদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যায়, এই জটিলতার সমাধান দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। কর্মরত ২৬ জন স্বাস্থ্যকর্মী তাদের বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন।

আরএস

 

Link copied!