ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad
মাহমুদুর রহমান মান্না

আমরা কেবল সরকার পরিবর্তনের নয় দেশটা বদালাবার লড়াই করছি

হিমেল আহম্মেদ অপি, জাজিরা (শরীয়তপুর)

হিমেল আহম্মেদ অপি, জাজিরা (শরীয়তপুর)

জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:১৫ পিএম

আমরা কেবল সরকার পরিবর্তনের নয় দেশটা বদালাবার লড়াই করছি

আমরা কেবল মাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা দেশটা বদালাবার লড়াই করছি। সমাজ বদলাবার লড়াই করছি। এমন সমাজ চাই এমন দেশ চাই যেই দেশকে নিজের দেশ মনে হবে। যেখানে  বুক ভরে নিশ্বাস নিতে পারব। যেখানে রাস্তায় রাস্তায় এক্সিডেন্ট হবে না। ক্ষুদায় আমাদের কারো জীবন যাবে না।

সোমবার (২৭ ই জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের জাজিরা টিএন্ডটি মোড় বালুর মাঠে আয়োজিত এক গণসমাবেশে এমনটাই বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি তার বক্তব্যে বলেন, যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না। যেই দেশের শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে আমরা ঐ দেশটা বদলাতে চাই। ৫৩ বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা। ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক। তবে তারা দেশ ঠিকমত চালাতে পারছেন না। তারা জিনিসের দাম কমাতে পারেনি। দেশে আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন।

মান্না আরও বলেন, এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই। নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না। দেশের জনগনের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, আমরা চাই ভোটের মধ্যে দিয়ে আপনারা ঠিক মত সরকার নির্বাচন করবেন। এমন দলকে আপনারা নির্বাচিত করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে। টাকা বানাবার মেশিন হয়ে যাবে না। তাহলে দেশের কল্যাণ হতে পারে।

সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপত্বিতে ও সদস্য সচিব আঃ রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জি, শরীয়তপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মাল এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

আরএস
 

Link copied!