ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শরীয়তপুরের নড়িয়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

রাসেল শিকদার, শরীয়তপুর

রাসেল শিকদার, শরীয়তপুর

জানুয়ারি ২৮, ২০২৫, ০৭:১০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ২৮ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রাহাপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী, ইউপি সদস্য আব্দুল মালেক শেখ ও সুজন মাঝী।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু স্বাস্থ্যসেবা দিয়েই থেমে থাকছি না, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছি। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথি ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের এই মহৎ উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই ক্লিনিক দুটি সপ্তাহে ছয় দিন অত্র এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে আসছে। এর পাশাপাশি, আজ বাড়তি সেবা প্রদানের জন্য এই ক্যাম্প আয়োজন করা সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

আমি লক্ষ্য করেছি, এখানকার চিকিৎসাসেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এটি শুধু রোগীদের সুস্থতার জন্যই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আজকের ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতিমাসে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ পাবে। ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই আয়োজন তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী বলেন, সিএইচসিপিরা প্রতিনিয়ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা রোগ নির্ণয়, ঔষধ বিতরণ এবং প্রয়োজনে রোগীকে উপজেলা ও জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু অনেক রোগী ভৌগোলিক ও আর্থিক কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে যুক্ত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রবিন রায়, জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহবুব আলম, ফার্মাসিস্ট নাজমুল ইসলাম এবং সিজি সদস্য নিলয় মুন্সী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মো. আবুল বাশার হাকিদার এবং সাংবাদিক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুব আলম।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন।

আরএস

Link copied!