ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

গুইমারায় বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:১০ পিএম

গুইমারায় বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির গুইমারায় উপজেলায়  বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।

ফাইনালে খেলার  উদ্বোধন করেন প্রধান অতিথি।

এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো দর্শকদের চমৎকার খেলা উপহার দেয়। খেলায় নিজেদের শক্তিমত্তা দিয়ে ফাইনালে উঠে গুইমারা বাজার একাদশ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ একাদশ।

হাজার হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে মাধ্যমে চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রথমার্ধ-দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ে গোলশূন্য। খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে গুইমারা বাজার একাদশ, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অফ দ্যা ফাইনাল হন ইমন ত্রিপুরা, সেরা গোলরক্ষক সাদ্দাম,সেরা গোলদাতা দিকন ত্রিপুরা এবং সেরা গোলোয়ার হন শফিক।

গুইমারা সম্প্রীতি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্রমোহর রোয়াজা, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক ও জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন প্রমুখ।

এ সময় গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!