ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভৈরবে ডাকাতি ও হত্যা মামলার ৩ নৌ ডাকাত গ্রেফতার

জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৪৩ পিএম

ভৈরবে ডাকাতি ও হত্যা মামলার ৩ নৌ ডাকাত গ্রেফতার

কিশোরগঞ্জের  ভৈরবে মেঘনা নদীতে জার্মান প্রবাসীর ১৪ ভরি স্বর্ণালংকার,৩ টি স্মার্ট  ফোন ও নগদ টাকা পয়সা লুটের অভিযোগে আড়াই মাস পর একাধিক হত্যা, ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সর্দারসহ আন্তঃজেলা ৩ নৌ- ডাকাত কে গ্রেফতার করেছে ভৈরব  নৌ- থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কে কিশোরগঞ্জ  আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে । 

গ্রেফতারকৃতরা হলো আশুগগঞ্জের চর চারতলা   গ্রামের জিল্লু মিয়া, নরসিংদীর রায়পুরা থানার মাঝের চর গ্রামের সাদেক মিয়ার পুত্র ডাকাত সর্দার  বাচ্চু মিয়া, একই গ্রামের  মন্নাফ মিয়ার পুত্র বিল্লাল মিয়া ।  এর আগে গত ২৮ জানুয়ারি  ডাকাত সর্দার সাদ্দাম  ও শিমুল  কে গ্রেফতার করে  আদালতে  প্রেরণ করা হলে গ্রেফতারকৃতরা নরসিংদী আদালতে  ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে । তাদের স্বীকারোক্তি  অনুযায়ী  আজ তাদেরকে গ্রেফতার করা হয়েছে । 

এ বিষয়ে  ভৈরব  নৌ- থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  রাশেদুজ্জামান  আজ বুধবার দুপুর তিনটায় সংবাদ সম্মেলনে জানান, গত ১৩ ডিসেম্বর ২৪ সালে  জার্মান প্রবাসী মো. কাজল মিয়া পরিবার নিয়ে  শ্বশুর বাড়ি  লাল পুর থেকে নৌকা যোগে ভৈরবে আসার পথে লালপুরে পৌঁছা মাত্র ডাকাত সাদ্দাম ও শিমুলের নেতৃত্বে  ডাকাতরা তার কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার,৩ টি স্মার্ট  ফোন ও নগদ টাকা  পয়সা লুট করে  নিয়ে যায় । এ ঘটনায়  কাজল মিয়া বাদী হয়ে অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামি মামলা দায়ের করে । পরে তথ্য  প্রযুক্তির সহায়তায় প্রথমে মাস্টার  মাইন্ড সাদ্দাম ও শিমুল  কে তাদের নিজবাড়ি মাঝেরচর থেকে গ্রেফতার করা হয় । 

 এছাড়া ও র‍্যাবের সহায়তায় আজকে ৩ ডাকাতের মধ্যে প্রথমে লোকমান কে গ্রেফতার করা হয় । পরে তার দেয়া তথ্য মতে পৃথক অভিযানে বাচ্চু ও বিল্লাল কে গ্রেফতার করা হয়েছে । তাছাড়া ডাকাতি করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আরএস

 

Link copied!