ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কিশোরগঞ্জে ২৩০ টাকায় ১৮৩ জন পেলেন চাকরি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৩০ পিএম

কিশোরগঞ্জে ২৩০ টাকায় ১৮৩ জন পেলেন চাকরি

কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে (স্বাস্থ্য বিভাগ) স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মাত্র ২৩০ টাকায় চাকরি পেলেন ১৮৩ জন। যেখানে সাধারণত সরকারি চাকরি পেতে লাখ লাখ টাকা খরচ হয়, সেখানে মেধার ভিত্তিতে এবং স্বচ্ছভাবে চাকরি পাওয়ায় সদ্য নিয়োগপ্রাপ্তরা আনন্দিত।

তারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলস্বরূপ এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে তারা অনেকটাই অভ্যস্ত।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগের জন্য মোট ৩৭,২৪৬ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৩ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১২,৬৯৬ জন অংশ নেন এবং ১,২৭২ জন উত্তীর্ণ হন। পরে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে ভাইভা পরীক্ষায় ১৮৩ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন পদে চাকরি পেয়েছেন—পরিসংখ্যানবিদ ৪ জন, কীটতত্ববিদ ১ জন, স্টোর কিপার ৫ জন, স্বাস্থ্য সহকারী ১৫৩ জন, অফিস সহকারী ১৪ জন এবং গাড়ি চালক ৪ জন।

স্বাস্থ্য সহকারী পদে সদ্য নিয়োগ পাওয়া প্রিতি রায় বলেন, “আমাদের কোনো অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি। আমাদের চাকরি পেতে কোনো ঘুষ দিতে হয়নি।” একই পদে নিয়োগপ্রাপ্ত মো. আলম মিয়া বলেন, “আমরা খুব গরিব পরিবার থেকে এসেছি। চাকরি পেয়ে আমার পরিবার খুব খুশি।”

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম জানান, "এবার মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ১৮৩ জন চাকরি পেয়েছেন। পরবর্তীতেও মেধা অনুসারে নিয়োগ হবে।" তিনি আরো বলেন, “বিভিন্ন দালালরা পরীক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনো লাভ করতে পারেনি। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!