ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

চৌগাছায় আগুনে পুড়েছে পাঁচ কৃষকের পানের বরজ ও পটলক্ষেত

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:১৮ পিএম

চৌগাছায় আগুনে পুড়েছে পাঁচ কৃষকের পানের বরজ ও পটলক্ষেত

যশোরের চৌগাছায় আগুন লেগে পাঁচ জন কৃষকের পানের বরজ ও পটল ক্ষেত পুড়ে গেছে। রবিবার বিকেলে উপজেলা সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন। 

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এদিন বিকেলে হঠাৎ আগুন লেগে উপজেলা সুখপুকুরিয়া গ্রামের পাঁচ কৃষকের ফসলের ক্ষেত পুড়ে গেছে। এ সময় সুখপুকুরিয়া গ্রামের কৃষক নাজিমুদ্দীনের ১০ কাটা ও নুর ইসলামের ১০ কাটা পটল ক্ষেতে ও কৃষক মিজানুর রহমানের ১২ কাটা, মাহবুব রহমানের ৭ কাটা ও সেলিম রেজার ১২ পানের বরজে আগুন লেগে পুড়ে যায়। এতে ওই পাঁচ কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ ক্ষতির কারণে দিশাহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানান, পানের বরজের নিকটে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে। পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের দাবী বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে এ আগুনের সৃষ্টি হতে পারে না। 

পানচাষিরা বলেন, পান বরজের বয়স মাত্র ৩ হয়েছে। প্রতি মাসে এ বরজ থেকে তাদের প্রায় লাখ টাকার পান বিক্রি হতো। পটল চাষীরা বলেন, ফলন্ত পটলের ক্ষেত এ বছর এ জমি থেকে প্রায় ২ লাখ টাকার পোটল বিক্রি হতো। গত বছর এই একই মাঠে আলাউদ্দীন নামে এক কৃষকের প্রায় ৫ বিঘা পানের বরজ একই ভাবে আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় ৮০/৯০ লাখ টাকার ক্ষতি হয়। তারা জানান সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন ক্ষতিগ্রস্ত পানবরজ ও পটল ক্ষেত পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বলেন, পানবরজে কাজ করার সময় শ্রমিকরা বিড়ি খায় বিড়ির আগুন থেকেও এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে ভাবেই হোক না কেন কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, ক্ষতিগ্রস্ত পানবরজ ও পটল ক্ষেত পরিদর্শন করেছি। তাদের অনেক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে পুড়াপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম হাবিবুল্লাহ জনি বললে, বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্টের কারণে এ আগুন লাগেনি। 

আরএস
 

 

Link copied!