ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

প্রবাসী সাইদুরকে বিদেশ যেতে বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

মার্চ ৪, ২০২৫, ০৫:৩৬ পিএম

প্রবাসী সাইদুরকে বিদেশ যেতে বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক প্রবাসী কর্মীকে ব্যক্তিগত শত্রুতার জেরে মামলা দিয়ে বিদেশ গমনে বাধা প্রদান, ভূমিদস্যুতা ও চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপসহ নানা অভিযোগে স্থানীয় যুব মহিলা লীগের নেত্রী রুলিয়া বেগম ও তার বখাটে ছেলে দূরন্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে মধুখালী ও কাটাখালি গ্রামের অন্তত দুই শতাধিক সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কাটাখালি গ্রামে এ মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া একাধিক ব্যক্তি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে সখ্যতার সুযোগে নানান অপকর্মে লিপ্ত ছিল ভূমিদস্যু খ্যাত রুলিয়া। তার সাথে সামান্য  বিরোধে যেই জড়িয়েছে তার কপালেই জুটেছে একাধিক মিথ্যা মামলার খড়গ। মামলাবাজ এই নেত্রী আপন চাচার পৈতৃক সম্পত্তি নিজের দখলে রাখতে যৌন হয়রানির মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ রয়েছে।

উচ্ছৃঙ্খল জীবনযাপন, বখাটেপনা ও ইভটিজিং এর  অভিযোগ উঠেছে আলোচিত ঐ নেত্রীর একমাত্র ছেলে দূরন্তের বিরুদ্ধেও। স্কুল পড়ুয়া মেয়ের পড়ার টেবিলের জানালায় গভীর রাতে ধাক্কাধাক্কি ও ঢিল ছোড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। পরে সেখান থেকে চলে যেতে বললে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাইয়ের সাথেও খারাপ আচরণ করে নেশাগ্রস্ত অবস্থায় থাকা অভিযুক্ত দূরন্তের। বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যদের কাছে অভিযোগ দিলে এখনো কোন সমাধান দেয়নি রুলিয়া।

এদিকে, দীর্ঘ ১৫ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে বাবার রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে নিতে চাওয়াই যেন কাল হয়েছে সাইদুরের জীবনে। পিতার সম্পত্তি দূরে থাক, একের পর এক মিথ্যা মামলার খড়গ নিয়ে তার বিদেশে ফেরত যাবার রাস্তাও বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাইদ। সব হারানোর শংকায় এখন হতাশাগ্রস্ত যুবক সাইদুর সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে এর সমাধান প্রত্যাশা করছেন।

পুরো অভিযোগের বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন বলেন, লিখিত আকারে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি, ভুক্তভোগীরা চাইলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!