ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad
মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবসে

জামায়াতের মহিলা শাখার আলোচনা সভায় বিএনপির হামলা অভিযোগ, জামায়াতের প্রতিবাদ

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

মার্চ ১০, ২০২৫, ০৮:২৫ পিএম

জামায়াতের মহিলা শাখার আলোচনা সভায় বিএনপির হামলা অভিযোগ, জামায়াতের প্রতিবাদ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এর  প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে মহেশপুর ভৈরবা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা আমীর ফারুক আহমেদ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না কিন্তু কেউ আঘাত হানলে তার জবাব দিতে হবে।গত কাল নারীদের গায়ে হাত তুলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানায়। কর্মীদের উদ্দেশ্য বলেন আপনারা সতর্ক থাকবেন তারা নিজেরা মারামারি করে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে।

অধ্যাপক মতিয়ার রহমান বলেন, সত্যের পক্ষে আমরা সব সময় কাজ করে যাবো মহা শক্তিধর আল্লাহ আমাদের সাথে আছেন। যারা হানাহানি করছে তাদেরকে একাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, মহেশপুর উপজেলার জামায়াতে ইসলামী’র মহিলা সদসদ্যরা বাঁশবাড়ীয়া  ইউনিয়নের কুল্লা পাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ৮ মার্চ শনিবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস পালনের সভা করছিল।

এ সময় ঝুমুর নামক এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন আলোচনা সভায় হামলা করে এবং ভৈরবা পশ্চিমপাড়ার সালেহা বেগম (৩৫)কে  সভার স্থান হতে টেনে রাস্তায় এনে শারীরিক  ভাবে লাঞ্ছিত করা হয়। অন্যান্যদের মধ্যে আল আমিন, সোহেল ও সাহেব আলীসহ বেশ কয়েকজন মহিলা কর্মীদের মারধর করে বলে অভিযোগ করা হয়। আক্রমণকারীরা সকলেই বিএনপি’র কর্মী বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর শাখা দাবি করেন। 

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, আমরা একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে বিএনপি বিষয়টি অপপ্রচার বলে দাবি করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। সোমবার সকাল ১১টায় উপজেলার ভৈরবা বাজারে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন¬- ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গত রোববার কুল্লাপাড়া গ্রামের জামায়াত ইসলামী মহিলা কর্মীদের উঠান বৈঠক চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, এই ঘটনার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

আরএস

 

Link copied!