ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

মার্চ ১৪, ২০২৫, ০৯:১৬ পিএম

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন আনিছুর রহমান ওরফে ড্যানি আনিছ নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, তিনি আনুমানিক দেড় বিঘার বেশি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ধান চাষের পাশাপাশি লাউ, কদুসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

শুক্রবার (১৪ মার্চ) স্বরেজমিনে গিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ী ও লতিফ ক্লথ স্টোরের বর্তমান স্বত্বাধিকারী পরাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে আনিছুর রহমান নদের পাড়ের এই জমি দখল করে রেখেছেন। এতে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ ও নদীতে কাজ করা ব্যক্তিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।   শুধু দখল নয়। স্থানীয়দের দাবি, আশপাশের বস্তিবাসীদের কেউ নদীতে কাজ করতে গেলে তাদের সঙ্গে আনিছুর আক্রমণাত্মক আচরণ করেন। 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, "নদীর জায়গা দখল করে তিনি নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করছেন। কেউ কিছু বলতে গেলে উল্টো গালিগালাজ করেন। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।"নদী পাড়ের এই জায়গা দখলমুক্ত করার দাবি তুলেছেন এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কপোতাক্ষ নদ ও এর আশপাশের পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে ঘটনা স্বীকার করে তিনি বলেন, "খালি জায়গা পড়ে থাকার কারণে আমি সেখানে ধান চাষ করছি। তবে যদি ভবিষ্যতে প্রশাসন নদের পাড় পরিষ্কার করার উদ্যোগ নেয়, তাহলে আমি চাষ বন্ধ করে দেব। এ জায়গাটি তো আর আমার বাপের সম্পত্তি নয়।"চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস
 


              

 

 

Link copied!