ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

প্রাথমিক শিক্ষার মান উন্নত হয়নি: উপদেষ্টা বিধান রঞ্জন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ১৬, ২০২৫, ০৩:৩২ পিএম

প্রাথমিক শিক্ষার মান উন্নত হয়নি: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "প্রাথমিক শিক্ষায় ভৌত কাঠামোর উন্নয়ন দৃশ্যমান হলেও শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে পারিনি। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রাথমিক শিক্ষায় মান উন্নয়ন করা। তবে অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত থাকবে, কিন্তু মূল ফোকাস শিক্ষার মানের উন্নয়ন।"

বলেন, "বর্তমানে আমাদের আকাঙ্খা আর বাস্তবতার মধ্যে বেশ ফারাক রয়েছে।"

রোববার বরিশাল নগরীর সাগরদি এলাকায় পিটিআইতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উল্লেখ করেন, "প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও যেসব বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে, সেগুলোতে নানা সমস্যা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে এবং আগামী বছর থেকে হয়তো এসব শ্রেণিতে আর ভর্তি নেয়া হবে।"

তিনি আরও বলেন, "যেসব বিদ্যালয়ে ২ শিফটে পড়ানো হচ্ছে, সেখানে ১ শিফটে পড়ানোর চেষ্টা করা হবে। শূন্য পদগুলো দ্রুত পূরণ করার জন্য উদ্যোগ নেওয়া হবে।"

এছাড়া, "আমাদের অনেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য তদবির চলে। তবে আমাদের যে অবকাঠামো আছে, তা দিয়েই বিদ্যালয় পরিচালনা করা সম্ভব। বিভিন্ন স্কুলে কেন মানসম্মত পড়াশোনা হচ্ছে না, সেটি খতিয়ে দেখব এবং মানোন্নয়ন নিশ্চিত করব," যোগ করেন তিনি।

পিটিআইতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান নিয়ে তিনি বলেন, "পিটিআইতে যে সুবিধাগুলো আছে, তা দিয়েই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম। যদিও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে, কিন্তু কিছু কারণে কাঙ্ক্ষিত নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি।"

এ সময় তিনি প্রশাসনকে অনুরোধ করেন, "স্কুল খোলা থাকলে শিক্ষকদের অন্যান্য কাজে নিয়োগ না দেয়ার জন্য।"

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও জানান, "বর্তমানে দেশে ১৩ থেকে ১৪ প্রকারের প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। আমি চাইলে তা বন্ধ করতে পারবো না, কিন্তু কেন এমন পরিস্থিতি হয়েছে, তা ভাবা উচিত।"

সভায় বরিশালের ৫ জেলার প্রশাসক ও শিক্ষা প্রকৌশলীরা ভার্চুয়ালি যোগ দিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের মোহাম্মদ কামরুল হাসান এবং বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরবর্তীতে বরিশাল মহানগরীর ৩০০ প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

ইএইচ

Link copied!